রেকর্ড থেকে নকশায় জমি কম হলে করণীয় কি?
রেকর্ড এর চাইতে নকশাই জমি কম হলে আমরা পেন্টাগ্রাফ বা তুলনামূলক নকশা ব্যবহার করে থাকি। আমরা অনেকেই পেন্টাগ্রাফ নকশা সম্পর্কে বুঝিনা।
পেন্টাগ্রাফ নকশা ব্যবহার করলে খুব সহজে ই বুঝা যায় নকশায় জমি কম হলে উক্ত জমি কোন দাগে আছে। কারণ অনেকেই বুঝতে পারে না যে নকশায় জমি কম হলে কার বিরুদ্ধে মামলা করবে কিংবা কোন দাগের বিরুদ্ধে মামলা করবে।
আপনি যদি পেন্টাগ্রাফ নকশা ব্যবহার করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আপনার জমিটা কোন দাগে ডুকছে…!!